0
Please log in or register to do it.

অনেকেই বিল্ডের সময় বা মাইন করার সময় ভাবেন যে, একটা বিশাল পাহাড় হলে ভালো হত। যেটার সাইডে বিল্ড করতে পারবেন। অথবা একটা অনেক বড় কেভ হলে ভালো হত। নিজের মত পাহাড় কেভ গাছপালা চান অনেকেই। 

মাইনক্রাফট এ কাস্টোমাইজড ট্যারেইন বা নিজের মত সাজানো গুছানো ট্যারেইন বানাবেন কিভাবে?

আজকের এই আর্টিকেল এ আমি “ওয়ার্ল্ড পেইন্টার” এর সাহায্যে কাস্টোমাইজড ট্যারেইন কিভাবে বানাবেন সেটা নিয়েই বিস্তারিত লিখব

 

কাস্টমাইজড ট্যারেইন কি?

ঐজে বললাম, কাস্টমাইজড ট্যারেইন এ নিজের মত গাছপালা, পাহার পর্বত নদী নিজের মত একে নিতে পারবেন। নিজের মত আইল্যান্ড বানাতে পারবেন। অথবা নিজের মত কোন মানচিত্র,

নিজের নাম একে ফেলতে পারবেন মাইনক্রাফট এ!

Custom Terrain maps for minecraft APK for Android Download

আবার প্রত্যেক লেয়ার নিজের মত করে বানাতে পারবেন। যেমন ধরেন সর্বশেষ লেয়ার বেড্রকের। এরপর আপনি চায়লেন ডাইওরাইটের লেয়ার থাকবে! তাহলে সেটাও করে নিতে পারবেন!
শুধু মাত্র কয়েকটি পেইন ব্রাশ আর কিছু সেটিং টূইক করলেই হয়ে যাবে আপনের মনের মতন ট্যারেইন, মনের মত পাহাড়!

 

কাস্টোমাইজড ট্যারেইন বানাতে কোন সফটওয়্যার লাগে?

“ওয়ার্ল্ড পেইন্টার” “World Painter” দিয়ে নিজের মত করে সব একে নিতে পারবেন। এই সফটওয়্যার যেকোন পিসিতেই চলবে। কোন সমস্যা ছাড়াই। তাই সিস্টেম রিকুয়ারমেন্ট আর দিলাম না। ছোটখাটো সফটওয়্যার 

WorldPainter

ওয়ার্ল্ড এডিট এ নিজের মত ব্রাশ বানাতে পারবো?

জি পারবেন। তাছাড়া অনেক অনেক ফ্রি ব্রাশ প্যাকেজ ও আছে। ডাউনলোড করে সেট করে নিবেন শুধু

World Painter Brush

গাছপালা কিভাবে বানাবো?
প্রথমে ওয়ার্ল্ড এডিট নামের মড ডাউনলোড করে নিবেন। এটা নিয়ে আমি আরেকটা আর্টিকেল লিখে লিঙ্ক করে দিব। অথবা কমেন্ট করতে পারেন। আচ্ছা বলি, ওয়ার্ল্ড এডিট মড ইন্সটল করার পরে কাস্টোমাইজড কোন গাছ বানাবেন আপনার ওয়ার্ল্ডে। এরপর স্কেমাটিকস এক্সপোর্ট করে নিবেন। তারপর ওয়ার্ল্ড এডিট এর ব্রাশ এ গাছের স্কেমাটিকস সিলেক্ট করে পেইন্ট করলেই দেখবেন কাস্টোম গাছ দিয়ে ছেয়ে গিয়েছে আপনার ওয়ার্ল্ড ?

Build you an amazing minecraft map by Onixminecraft | Fiverr

কাস্টোমাইজড ট্যারেইন বানায়ে কি টাকা ইনকাম করা যায়?
যায়, ফাইভারে একটা গিগ পেয়েছিলাম। ভালোই ডিমান্ড আছে। মানে অনেক কাজ পাবেন তা বলব না তবে পাবেন। দামও নিজের মত করে দেখে নিবেন। যার গিগ দেখেছি ভালই টাকা কামায়ছে। 

কার ইউটীউব চ্যানেল দেখব?
জেরাক্রাফট এর ইউটিউব চ্যানেল দেখে কাস্টোমাইজড ট্যারেইন বানাতে পারবেন। 

আশা করি আর্টিকেল টা ভালো লেগেছে! আরো কি কি নিয়ে আর্টিকেল লেখা যায় অবশ্যই বলবেন ?

মাইনক্রাফট চাংক যেভাবে কাজ করে
মাইনক্রাফট থেকে আয় করার ১২ টি সেরা উপায়

Reactions

3
10
0
7
1
0
Already reacted for this post.

Reactions

3
10
7
1

Your email address will not be published. Required fields are marked *