Information Learn

লজিক গেটের সাহায্যে রেডস্টোন ইঞ্জিনিয়ারিং

1
Please log in or register to do it.

রেডস্টোন দিয়ে কম্পিউটার কাজ করে যেভাবে

অনেকেই যারা ইউটিউবে রেডস্টোন নিয়ে ভিডিও দেখেন প্রায় দেখতে পারেন মাইনক্রাফট শুধু মাত্র রেডস্টোন দিয়েই ক্যালকুলেটর, কম্পিউটার, র্যাম, ডিসপ্লে দেখে থাকেন। প্রশন হলো এগুলা কিভাবে বানায়!
আসলে এখানে এমন কম্পিউটার এর কথা বলা হয় নিই যে বিশাল বড় একটা বিল্ড থাকবে যেখানে আপনি অনেক কাজ করতে পারবেন।
এখানে শুধু বেসিক কম্পিউটার ক্যালকুলেটর বানানো হয়। এগুলো বানানো কি অনেক কঠিন? আসলে তা নয়। আপনিও চাইলে বানাতে পারবেন এগুলো।
শুরু করবেন যেভাবেঃ
অবশ্যই আপনাকে রেডস্টোন ইঞ্জিনিয়ারিং করতে হলে জাভা এডিশনে করতে হবে। কারন মাইনক্রাফট বেডরক এডিশনে সত্য বলতে রেডস্টোন দিয়ে কিছুই করা যায় না। বিশেষ করে কম্পেয়ারেটর এ অনেক পার্থক্য।
তাছাড়া বেডরক এডিশনে রেডস্টনে বাগে ভর্তি। সহজে কিছু বানানোও জায় না। তাই আপনাকে জাভা এডিশন থাকাই লাগবে।
এরপর আসি রেডস্টোনে। রেডস্টোন বলতে যা বুঝায় সেগুলো হলো রেডস্টোন, রেডস্টোন ব্লক, কম্পেয়ারেটর, রিপিটার, রেডস্টোন টর্চ,
রেডস্টোনের রেইল, পিসটন, স্টিকি পিসটন, রেডস্টোন ল্যাম্প। তাছাড়া এর বাইরে স্লাইম ব্লক রেড স্টোন না হলেও এটা মাস্ট।
আপনাকে এই সবগুলো বিষয়ে একদম পারদর্শী হতে হবে। এই আইটেম গুলো সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা থাকা লাগবেই। বিশেষ করে কম্পেয়ারেটর। ইউটিউবে ভালো কোন টিউটোরিয়াল নেই। তাই নিজে নিজে শেখা লাগবে।
তো, আপনি এগুলো শিখলেন। নিজের মত করে বিভিন্ন ছোট বড় মেশিন বানালেন। কিন্তু ক্যালকুলেটর, কম্পিউটার কেমনে বানায়।
এখানে ঝামেলা। কম্পিউটার কাজ করে ০ এবং ১ এর ভাষায়। পাওয়ার না থাকলে ০, পাওয়ার থাকলে ১।
আমরা যদি রেডস্টোনে দেখি তাহলে রেডস্টোন ক্যাবলের মত। পাওয়ার ব্লক (রেডস্টোন ব্লক, রেডস্টোন টর্চ, বাটন, লিভার) এগুলো দিয়ে যদি পাওয়া দেই তাহলে পুরো রেডস্টোন ক্যাবল পাওয়ার পায়। মানে হলো ১। পাওয়ার ব্লক না থাকলে আবার হয় ০।
যেহেতু ০,১ আপনি কন্ট্রোল করতে পাচ্ছেন তাই ক্যালকুলেটর বানাতে পাবেন।
image
এর জন্য যেতে হবে এডভান্স রেডস্টোন এ। এডভান্স রেডস্টোনের মাধ্যমেই এটা করতে পাবেন। আপনারা জানেন কম্পিউটার এর ভাষা
০১০০১১১০১০১১০০১০১০০১০১০ এই টাইপের হয়ে থাকে।
এগুলোর মাধ্যমেই আমরা সব কিছু বোঝাতে পারি। আর এগুলোর একটা সিস্টেম আছে। যাকে লজিক গেট বলে। এই লজিক গেট সম্পর্কে আপনারা কলেজে আইসিটি বইয়ে বিস্তারিত জানতে পারবেন।
তবে এটা জানি লজিক গেট দিয়েই এই কাজ করতে পাবেন। যেখানে একটা গেটে কয়েকটা নাম্বার ইনপুট দেয়া হয় আর একটা আউটপুট পাওয়া যায়। সেই আউটপুট এর ভিত্তি করেই বানানো হয় ক্যালকুলেটর, কম্পিউটার।
লজিক গেট নিয়ে আরেকটা বিস্তারিত পোস্ট করার ইচ্ছা আছে।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ ❣️
মাইনক্রাফট এনিমেশন বানাবেন যেভাবে
আগস্টে অনুষ্ঠিত হচ্ছে মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপ এমসিসি

Reactions

4
9
0
0
0
0
Already reacted for this post.

Reactions

4
9

Your email address will not be published. Required fields are marked *