বর্তমানে ফুল সাইজ মাইনক্রাফট ইন্সটলের পর ১.৩ জিবি আর আর মিউজিক রিমুভড apk ইন্সটলের পর সাইজ ৬৫০ এমবি হয়। একটা অ্যাপ ইন্সটল করতে কমপক্ষে ইন্সটলের পরের সাইজের দ্বিগুণ স্পেস ফাঁকা থাকতে হয়।
উদাহরণস্বরূপ, ফুল সাইজ মাইনক্রাফট ইন্সটল করতে চাইলে আপনার ২.৬ জিবি স্পেস ফাকা থাকতে হবে। সেক্ষেত্রে আপনার স্পেস খুবই কম হলে মিউজিক ছাড়া এপিকে ইন্সটল করতে পারেন।
দুটার মধ্যে পারফরম্যান্সের কোনো পার্থক্য নাই। আপনি যেটা খুশি ইন্সটল করতে পারেন।
বি।দ্র। ফোনের র্যাম কম হলে মাইনক্রাফট অটোমেটিকালি ব্যাকগ্রাউন্ড মিউজিক লোড করা বন্ধ করে দিবে। সুতরাং র্যাম ৪ জিবি এর কম হলে ফুল সাইজ এপিকেতে ফুল এক্সপেরিয়েন্স নাও পেতে পারেন।