0
Please log in or register to do it.

কীভাবে অ্যান্ড্রয়েডে app not installed/conflicts with existing package এর সমাধান করবেন?

কেন এই সমস্যা হয়?

মাইনক্রাফট এর সাম্প্রতিক ভার্সনগুলা যখন আনইন্সটল করতে যাবেন তখন samsung, symphony, walton ইত্যাদি ফোনগুলায় আনইন্সটল কনফারমেশনের সাথে আরেকটা অপশন দেখবেন Keep 69 MB of app data. অনেকে এই অপশন টিক দিয়ে আনইন্সটল করেন ওয়ার্ল্ড বা অন্যান্য ডাটা রেখে দিতে। যার দরুন পরে গেম ইন্সটল করতে গেলে আগে থাকা ডাটা এর জন্য ইন্সটল করতে দেয় না আর ইরোর দেখায়।

আর এমনটা হওয়ার নির্দিষ্ট কারণ বর্ণনার আগে একটা উদাহরণ দিই বুঝার সুবিধার্থে।

মানুষে মানুষে ব্লাড গ্রুপের পার্থক্য আছে। কেউ চাইলেই যে কারোর ব্লাড নিতে পারবে না বা যে কাউকে ডোনেট করতে পারবে না। কারণ ডোনেট/নেওয়ার পর ম্যাচ না হলে জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারেন।

ঠিক তেমনভাবেই আপনি যখন এন্ড্রয়েডের একটা এপিকে বানান তখন সেটা ডিজিটাল সিগন্যাচার দিয়ে সাইন করতে হয়। এই ইন্সটলে সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে যে সাইট থেকে এপিকে ইন্সটল করে keep data দিয়ে আনইন্সটল করছিলেন সেখান থেকেই আপডেটেড ভার্সন ডাউনলোড করেন নাই। অন্য সাইট থেকে করছেন। এখন দুটার সিগন্যাচারের মধ্যে মিল না থাকায় ইন্সটল করতে দেয় না অ্যান্ড্রয়েড সিস্টেম। 

 

সমাধান কী?

১ম সমাধান

আপাত দৃষ্টিতে এর সমাধান হচ্ছে keep data দিয়ে আনইন্সটল করার সময় যে সাইটের এপিকে ইউজ করছিলেন ঠিক সেখান থেকেই আবার ইন্সটল করা আর আনইন্সটলের সময় keep data অপশন অফ রাখা। কারণ keep data দিয়ে আনইন্সটল করার পর ওই সেম সাইটের এপিকে ছাড়া আর কোনোটাই ইন্সটল নিবে না।

 

আমার মনে নাই কোন সাইট থেকে ইন্সটল করছিলাম। এখন কীভাবে ফুল আনইন্সটল করতে পারি?

এক্ষেত্রে দু’ভাবে সমাধান করা যায়…

 

ফোনেই সমাধান (Android 11+ আর WiFi লাগবে)

        1. প্রথমেই Shizuku অ্যাপ ইন্সটল করেন প্লে স্টোর থেকে।
        2. ভিডিওটি দেখে শিজুকু সেটাপ করুন।
        3. aShell অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন।
        4. শিজুকু স্টার্ট হয়ে থাকলে aShell ওপেন করে শিজুকু ইউসেজ এর পার্মিশন দিন
        5. একটা টেক্সট বক্স পাবেন সেখানে এই কমান্ডটি লিখে সেন্ড করুন।
        6. pm uninstall com.mojang.minecraftpe
        7. সব ঠিক থাকলে SUCCESS লেখা দেখবেন। এরপর গেম ইন্সটল করতে পারবেন।

 

মিউজিক সহ না ছাড়া? কোনটা ডাউনলোড করবো?
মাইনক্রাফট চাংক যেভাবে কাজ করে

Reactions

0
3
0
0
0
0
Already reacted for this post.

Reactions

3

Your email address will not be published. Required fields are marked *