মাইনক্রাফট চাংক হল মাইনক্রাফট ওয়ার্ল্ডের একটি একক। এটি মূলত ১৬*১৬ বর্গ ব্লক এর একটি জায়গা ও উচ্চতায় ৩৮৪ ব্লক। একটি চাংক এর আয়ত ৯৮ হাজার ৩০৪ ঘন ব্লক।
বর্তমানে এই চাংক শুরু হয় -৬৪ Y কোর্ডিনেট থেকে ও শেষ হয় ৩২০ কোর্ডিনেট এ। আর ভ্যানিলা ওভারওয়ার্ল্ড এ এটাই হচ্ছে বিল্ড লিমিট। মাইনক্রাফট এর ওয়ার্ল্ড জেনেরেশনের জন্য চাংক খুবই গুরুত্বপূর্ন একটি গেম ফাংশন। ওয়ার্ল্ড জেনারেশন ছাড়া রেন্ডারিং ও লোডীং মেকানিজম এর ক্ষেত্রেও এটি কাজে দেয়।
চাংক নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে ইংলিশ আর্টিকেল পড়তে পারেন মাইনক্রাফট ফ্যান্ডম ওয়েবসাইটে। লিংক – https://minecraft.fandom.com/wiki/Chunk
চাংক নিয়ে কিছু তথ্য নিচে উপস্থাপন করা হলো।
১। ওয়ার্ল্ড জেনারেশনঃ মাইনক্রাফট এর যেকোন ওয়ার্ল্ড একবারে সম্পূর্ন জেনারেট হয়না। চাংক অর্থাৎ, একটার পর একটা চাংক জেনারেট হয়। কোন প্লেয়ার এক্সপ্লোর করার সময় এইসব চাংক জেনারেট হয়। কতদূর পর্যন্ত ওয়ার্ল্ড জেনারেট হবে তা নির্ভর করে প্লেয়ারের রেন্ডার ডিসটেন্স এর ওপর। প্রত্যেকটা চাংক এ ওয়ার্ল্ডের ব্লক, ট্যারেইন, রিসোর্স ও স্ট্রাকচারসহ মবগুলোর ডাটা সংরক্ষিত থাকে।
২। সাইজঃ x ও z কোর্ডিনেট এ ১৬ ব্লক এর দৈর্ঘ্য আর y কোর্ডিনেট এ ৩৮৪ ব্লক। এটি একদম নিচ থেকে জেনারেট হওয়া শুরু করে। অর্থাৎ বেড্রক থেকে। এরপর একের পর এক লেয়ার বসে বসে উপরে উঠে।
৩। লোড ও আনলোডঃ যদি পুরো ওয়ার্ল্ড একবারে লোডেড অবস্থায় থাকে, তাহলে চাংক এর ডাটা গুলো র্যাম এ লোড হয়ে যাবে। এতে হবে কি, ডিভাইস এর র্যাম বা মেমরি বেশি খরচ হবে ও ল্যাগ এর সৃষ্টী হবে। আর মেমরি ফুল হয়ে গেলে নতুন চাংক ও জেনারেট হবে না। তাই প্লেয়ারের রেন্ডার ডিসটেন্স এর বাইরে চলে গেলে এসব চাংক আনলোড হয়ে স্টোরেজ এ সেভ হয়। আবার প্লেয়ার আসলে লোড হয়। এভাবেই রেন্ডার ডিসটেন্স কমিয়ে বাড়িয়ে ল্যাগ কমানো বাড়ানো যায়।
আরো পড়ুন – মাইনক্রাফট থেকে আয় করার ১২ টি সেরা উপায় – Minecraft BD
৪। পার্ফম্যান্সঃ চাংক রেন্ডার, লোড ও আনলোড করে গেম অপ্টিমাইজ করে পার্ফম্যান্স বাড়ানোর ক্ষেত্রে চাংক কাজ করে।
৫। গেম মেকানিক্সঃ গেমের বিভিন্ন মেকানিজম কাজ করে চাংক এর মাধ্যমে। যেমন মব স্পনিং এর ক্ষেত্রে চাংক বিশেষ ভূমিকা রাখে। এই যেমন স্লাইম। স্লাইম সব চাংক এ স্পন হয় না। শুধু স্লাইম চাংক এ স্লাইম স্পন হয়। তারপর রেডস্টোন এর ক্ষেত্রে, রেডস্টোন মেকানিজম এর অনেক কিছুই চাংক নির্ভর। আপনি অনেকদূর পর্যন্ত রেডস্টোন বসালেও কাজ করবে না চাংক এর কারনে। আবার মবগুলো শুধু মাত্র লোডেড চাংক এই স্পন হয়।
৬। চাংক বর্ডারঃ মাইনক্রাফট এ অদৃশ্য চাংক বর্ডার থাকে। যেমন, মাঝে মাঝে খেয়াল করবেন গাছ অর্ধেক লোড হয়েছে। আর বাকী অর্ধেক কেটে গেছে। এটা হলো চাংক বর্ডারের গ্লিচ। বর্ডারের মাঝে গাছ স্পন হওয়া, লাভা ও ওয়াটার গ্লিচ করলে মাঝে মাঝে এমন দৃশ্য দেখা যায়।
জাভা এডিশনে চাংক বর্ডার দেখতে এই শর্টকাট চাপতে পারেন। F3 + G
XD , Thanks for reading :3 . Follow my page 🙂
Sabit – Moderator of Minecraft Community Bangladesh
facebook.com/Gaming.Ghor.GG