১- অটোমেটিক ফার্ম কাজ করেনা!? (মাইনক্রাফট বেডরক/পোকেট এডিশন)
২- আয়রন ফার্ম রিপেয়ার।
অনেকেই আছে যারা ইউটিউব দেখে অটোমেটিক ফার্ম বানায়।
কিন্তু দেখা যায় বানানোর পরে কাজ করে না অথবা ভার্শন আপডেট দিলে কাজ করে না।
এতো কষ্ট করে বানানোর পর কাজ না করলে খারাপ লাগে।
তবে আমি কিছু টিপস দিবো যেগুলা আপনার কাজে লাগতে পারে।
পোস্টটা অনেক বড় হবে। ফার্ম বানাতে চাইলে পুরো পোস্ট দয়া করে ধৈর্য্য সহকারে পড়ুন।
১।
ট্রাস্টেড ইউটিউব চ্যানেলঃ
অনেক চ্যানেল আছে যারা এমনেই একটা ফার্ম বানায়। কমান্ড ব্লকের কারসাজি করে। তাদেরটা দেখে সার্ভাইভালে কাজ করে না।
আমি সাজেস্ট করি আপনে JC Playz এর টিউটোরিয়াল দেখেন। উনি অনেক ভালো ফার্ম বানায় ১০০% কাজও করে। আমি নিজেও বানিয়েছি।
২।
প্রি-বিল্ডঃ
অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও দেখে এক লাফে সার্ভাইভালে বানায়ে ফেলে। যেটা মোটেও ঠিক না।
আমি যেটা করি, টিউটোরিয়াল দেখে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে একবার বানাই। এরপর যদি কাজ করে সেটা আবার সার্ভাইভালে বানাই।
৩।
ভার্শন চেকঃ
ভিডিও দেখার আগে অবশ্যই সেটা কোন ভার্শনের জন্য সেটা চেক করবেন।
এক ভার্শনেরটা আরেক ভার্শনে কাজ করবে না।
(সব কিছুই ঠিক মত করলেন। কাজের কাজ কিছুই হলোনা। আমি এখনো যত অটোমেটিক ফার্ম বানিয়েছি সেগুলা সচল রাখার জন্য কিছু মতামত দিবো। আমার একান্ত মতামত এগুলা)
৪।
কপি ওয়ার্ল্ডঃ
আপনার সার্ভাইভাল ওয়ার্ল্ডটি কপি করে রাখেন। এরপর কপি করা ওয়ার্ল্ড আপনি কোন জায়গায় ফার্মটা বানাবেন সেখানে ক্রিয়েটিভে বিল্ড করুন।
যদি হয় তাহলে সার্ভাইভালে বানান। এতে ডাবল পরিশ্রম করা হয় ঠিকই।
কিন্তু ফার্ম ঠিক মত কাজ করে। যদি কাজ না করে অন্য জায়গায় বানাবেন।
৫।
চাংকঃ
এটা খুবই জটিল সমস্যা। কারন অনেক সময় চাংক লোড না হওয়ায় দূরে গেলেই আর ফার্ম কাজ করে না।
আমি সাজেস্ট করবো আপনি ওয়ার্ল্ড শুরু হওয়ার আগে যেখানে স্পন হন, মানে একদম শুরুতে, সেখানে গিয়ে ফার্মটি বানান।
যার ফলে সেই চাংকগুলো সবসময় এক্টিভ থাকে ও ফার্মটি কাজ করে।
(চাংক বর্ডার রিসোর্স প্যাক ইউজ করতে পারেন ও যেকোন এক চাংকেই ফার্ম টি বানাতে পারেন। এতে আরো ভালো হবে।
যদি ১৬×১৬ ব্লকের ছোট হয় তাহলে ১ চাংকেই আটবে।
৬।
গেম ভার্শন আপডেটঃ
যখন মাইনক্রাফট বেডরক এর কোন আপডেট আসবে, আপনার সার্ভাইভাল ওয়ার্ল্ড কপি করে রাখেন। মাঝে মাঝে ভার্শন আপিডেট এর কারনে অনেক বাগ আসে। দেখা যায় পুরান ফার্ম আর কাজ করেই না।
যদি দেখেন কাজ করে তাহলে ok. । কিন্তু কাজ না করলে সেই ওয়ার্ল্ড ডিলিট করে দেন। আপনার কপি করা ওয়ার্ল্ড রেখে দেন। বাগ ফিক্স হলে ঢুকবেন।
৭।
ফার্ম আপডেটঃ
এতো কিছু করার পরও যদি ফার্ম কাজ না করে তাহলে ইউটিউবে দেখেন।
হয়ত মাইনক্রাফট নতুন ভার্শনের সাথে সাথে ফার্ম আপডেট হয়েছে। তাই ফার্ম আপডেট করুন।
আয়রন ফার্ম রিপেয়ার
বেশিরভাগ মানুষই আয়রন ফার্ম বানায়। বানায়ে কাজ করে না। বিপাকে পরে। এখন লিখবো আয়রন ফার্ম কিভাবে কাজ করাবেন। প্রসেস ওপরে লিখে দিসি।
তবে তার পরেও আয়রন ফার্ম কাজ করেইনা। এখন আয়রন ফার্ম নিয়ে আলাদাভাবে লিখবো।
১। আয়রন ফার্মের ভিলেজারের সাথে ট্রেড করবেন না।
২। বেডগুলা একসাথে যেখানে রাখবেন সেখানেই গোলেম স্পন হবে।
৩। আয়রন ফার্মটা সেই (ওপরে ৫ নাম্বার টপিক – চাংক) চাংক অনুযায়ী বানাবেন।
৪।
বেড ডিসটেন্সঃ
ভিলেজার ডিফিকাল্ট বেড বাদ দিয়ে ইজি বেডে ট্রান্সফার হয়। এই অবস্থা হলে ফার্ম কাজ করবে না।
তাই দয়া করে ফার্মের আশে পাশে কমপক্ষে ১০০ ব্লকের মধ্যে কোন বেড রাখা যাবে না। বেড রাখলে ভিলেজার ডিসট্র্যাক্ট হয়ে যাবে এবং ফার্ম ডেড।
৫।
আয়রন ফার্ম বানানোর সময় ভুলেও কোন ভিলেজারকে হিট করা যাবে না। হিট করলে সেই ভুলাজার পুরোপুরি মেরে ফেলেন।
সেটা ফার্মে ট্রান্সফার করবেন না। করলে শুধু একটা ভিলেজারের জন্য শেষ ফার্ম নাও কাজ করতে পারে।
৬।
সম্পুর্ন নতুন ভিলেজারঃ
ওল্ড ভিলেজার একদম পরিহার করুন। সম্পূর্ন নতুন ভিলেজার ব্রিডিং করায়ে আনবেন। (ভিলেজার বড় হলে ট্রান্সফার করবেন)
আমার মতে ২০ টা ভিলেজার ২০ টা ওয়ার্কবেঞ্চ আর ২০ টা বেড হলেই ফার্ম কাজ করে।
ফার্ম বানানোর পর ১০-১৫ মিনিট ওয়েট করুন। গোলেম স্পন না হলে সেই ফার্ম আর কাজ করবে না।
আমার পোস্টে কিছু ভুলও থাকতে পারে। দয়া করে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
#mcb_help
#mcb_article_by_sabit
Byeeee…