Information

আগস্টে অনুষ্ঠিত হচ্ছে মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপ এমসিসি

1
Please log in or register to do it.

চলে আসছে মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হওয়ার দিন! মাইনক্রাফট শুরু হওয়া থেকেই এটি একটি স্যান্ডবক্স গেম। যার কারনে অফিসিয়ালি কোন ইস্পোর্ট এর আয়োজন করা হয়না।

 

তবে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় নানা আনঅফিসিয়াল ইস্পোর্টস টুর্নামেন্ট। বিভিন্ন প্রকার মিনিগেমস ও বেড ওয়্যারস এর টুর্নামেন্ট হয়ে থাকে।

 

তবে এসব টুরনামেন্ট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপ। নক্সক্রিও প্রতিবছরি মাইনক্রাফট স্ট্রিমার, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আয়োজন করে এই বিশাল টুর্নামেন্ট।

 

মাইনক্রাফট প্লেয়ারদের অপেক্ষার দিন প্রায় শেষ! আগামী ৫ আগস্ট ২০২৩ ইং তারিখে শুরু হতে যাচ্ছে “মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপ ২০২৩”

৪০ জন কন্টেন্ট ক্রিয়েটর ১০ টি টিম সিলেকশন রাউন্ড খেলেছে। ২৭ জুলাই ২০২৩ অর্গানাইজার রা ৫ টি টিম এ মোট ২০ জনকে সিলেক্ট করেছে পরবর্তি রাউন্ডের জন্য।

 

দেখে নিন মাইনক্রাফট চ্যাম্পিয়নশীপে সিলেক্টেড টিমগুলি:-

 

  • Green Geckos DarkEyebrows, Krinios, Ph1LzA, Ranboo
  • Lime Llamas Guqqie, OllieGamerz, Purpled, Snifferish
  • Yellow Yaks CaptainSparklez, Fruitberries, Shadoune666, TheOrionSound
  • Orange Ocelots Pearlescentmoon, OwengeJuice, Jojosolos, Aimsey
  • Red Rabbits Sapnap, Ponk, Punz, vGumiho

মাইনক্রাফট ফ্যানরা অনেক এক্সাইটেড পরবর্তী খেলা দেখার জন্য।

লজিক গেটের সাহায্যে রেডস্টোন ইঞ্জিনিয়ারিং
মাইনক্রাফট অটোমেটিক ফার্ম ও আয়রন ফার্ম ট্রাবলশুটিং

Reactions

4
4
2
2
0
0
Already reacted for this post.

Reactions

4
4
2
2

Your email address will not be published. Required fields are marked *